ঢেলে দাও কিছু করুণা
----------------------------------------
কখনো কখনো কারো করুণা পেতে ভাল লাগে, মনটা বড়ো আবেগী হয়ে ওঠে।ঢেলে দাও কিছু করুণা।আত্মসম্মানবোধ?সে বহু আগে ছিল,মিশে গেছে বোধহীন পথের ধূলোয়।
ঢেলে দাও কিছু করুণা,কারো দয়াদাক্ষিণ্যে বাঁচতে আজকাল বড়ো ভাল লাগে।মনে হয় কেউকেউ বুঝি আমাকে এখনো ভালবাসে।
কখনো কখনো সত্যভাষণ শুনতে বড়ো বেশী ভাল লাগে,বুকটা কৃতজ্ঞতায় ভরে ওঠে।শুনিয়ে যাও কিছু সত্যভাষণ।
বিরক্তিবোধ? সে বহু আগে ছিল, ঢেকে দিয়েছি সহিষ্ণুতার চাদরে।শুনিয়ে যাও কিছু সত্যভাষণ, কানের তুলো সরিয়ে নিয়েছি।মনে হয় এখনো বুঝি আমার কোন শুভাকাঙ্খী আছে।
No comments:
Post a Comment