"ঘুম"।শুধুই অনাবিল শান্তি।যেখানে চিন্তার কোন বালাই নেই।কারো চোখ রাঙানি নেই।বকাবকি নেই।দোষ খোঁজা নেই।খুঁত ধরা নেই।হাসি-কান্না নেই।মান-অভিমান নেই।আমি প্রতিদিন প্রার্থনা করি রাত শেষে নতুন ভোরটা যেন পরম আনন্দের হয়।
একটা জীবন।চোখের পলকে ফুরিয়ে যাওয়া ক'টা বছর।তারপর নিথর-নিষ্প্রাণ।পরেরটা সবই অনুমান।কেউ বলে স্বর্গে যাবে,কেউ বলে নরকে যাবে।এ দু'টো স্হান যদি ও কেউ কখনো দেখেনি, তবু মানুষ এটা নিয়েই ভাবে বেশি।জাগতিক স্বর্গ- নরক নিয়ে তাদের কোন ভাবনাই নেই।কেউ অগাধ মাতৃভক্তি (!) দেখিয়ে পূণ্যার্জনের আশায় বউকে পেটায়।কেউ টাকার পাহাড় গড়ার জন্য কতো কসরৎ করে।অথচ একদিন সে হিসেবটুকু করে যেতে পারেনা,কতো টাকা জমিয়েছিলো।কিন্তু তাদের কোনই বোধোদয় হয়না।অন্যের পরিণাম দেখে ও তাদের চিন্তা- চেতনার বিন্দুমাত্র উন্মেষ ঘটেনা।
No comments:
Post a Comment